বেঁচে থাকার কবিতা
বিনায়ক রায়
(ময়নাগুড়ি হাই স্কুল, দ্বাদশ শ্রেণী, বয়স 16)
বেঁচে থাকার অপর নাম এক কঠিন লড়াই,
সেই লড়াই এর নেই না আছে কোন শেষ, না
কোন এক কালে, শ্রাবনের এক পড়ন্ত বৃষ্টিমুখর বিকেলে,
আমরা লড়বো মিলে সকলে ।
কখনো মনে হয় এ দুঃখের আছে কি কোন অন্ত,
আবার পরক্ষনেই সুখ -দুঃখ দুই-ই যে একই, ঠিক যেমন আমাদের জোড়া দন্ত,
লড়াই, এক মায়াবী শব্দ, এক রহস্যের নাম,
শেষ পর্যন্ত লড়বো এই হোক আমাদের কাম,
হটাৎ দুঃখে হবো না মোরা কাতর,
অতি আনন্দে হারাবো না ভাবনার সাগর,
শুধু আমি নই,
এ জগতে কত হাজার, কত লক্ষ, কত কোটি মানুষ করছে লড়াই,
সে লড়াই এর ধরণের নাম নিঃশব্দ
যার সময়, তারিখ নেই, নেই কোন অব্দ।
সময়ের অশেষ কৃপা,
যা সে দেয়,
তা তা ফিরিয়ে নেয়,
আবার যা ফিরিয়ে নেয়,
তা আবার দেয় ।

