একশো একান্ন
শ্রীমতি সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়
আঠেরো শো বাহাত্তরের আগস্ট পনেরোয়,
স্বাধীনতার বহু আগেই জন্ম। মনে হয়
পূর্ব-নির্ধারিতই কোনও বার্তা হতে পারে!
বাংলা মায়ের বীরপুত্র _ দার্শনিক, কবি; তাঁরে
সাংবাদিক রূপেও জানি, মৃণালিনী দেবী দারা;
'কারাকাহিনী' ছাড়াও অনেক রচনা তোমা দ্বারা।
'বন্দে মাতরম' পত্রিকার সম্পাদক রূপে
দিকে দিকে বিপ্লবীদের সংগঠিলে চুপে।
জড়িয়ে পড়েছিলে আলিপুর মামলার কবলে;
'যোগসমন্বয়ের ধারা' তাই বুঝি দখলে!
বিপ্লবী ছিলে, ঋষি অরবিন্দে রূপায়িত হলে_
এ বৈরাগ্য, অভিলাষী বিধাতার কোন ফন্দী বলে!
'ঋষি' কবিতা সংকলনে আত্মপ্রকাশ শুরু;
অরবিন্দ 'পদ্ম'সম; তুমি দেশের গুরু।
আধ্যাত্মিক সহকারী মীরা আলফাসা;
বানালে দোহে 'শ্রীঅরবিন্দ আশ্রম'_ ভরা আশা!
রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের সম্মান,
বিনয়-বাদল-দীনেশ, ক্ষুদিরামের প্রাণদান
শিহরণে ভরায়, তবু সাধকরূপে জানি;
বিজয় বরমাল্যে তোমায় জাতির সেবক মানি।
ভারতমাতার মর্যাদা না হয় কভু খর্ব;
যুগান্তরের দেশবাসীর হয়ে থেকো গর্ব।
অশুভ যা কিছু ধুয়ে মুছে নয় মিশুক মা গঙ্গায়;
আজ 'বন্দেমাতরম' ঝর্ণা ঝরুক তিরঙ্গায়।।

