একশো বছরের আবোল তাবোল
শ্রীমতি সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়
কচিকাঁচাদের আবোলতাবোল একশো করবে পার!
কবি উহ্যনাম পণ্ডিতের নামটি সুকুমার।
পিতা ছিলেন উপেন্দ্র কিশোর, মাতা বিধুমুখী;
আট থেকে আশী সৃষ্টি-ছাড়া ছড়ায় সুখী!
কাতুকুতু বুড়োর খবর বলতে পারো কেউ?
কুমড়োপটাশ,গানের গুতোর বিরামহীন ঢেউ_
বোম্বাগড়ের রাজা কিম্বা হুকোমুখো হ্যাংলা,
সৎপাত্র,গোঁফচুরিতে ছড়ায় ভরা বাংলা;
বাবুরাম সাপুড়ে কিম্বা ছড়া _ একুশে আইন,
এখনও যদি পড়ে না থাকো,একশো টাকা ফাইন!
খুড়োর কল জেনে নিতে ভুলো না না না না;
আর সঙ্গে পড়ে নিও ' রাম গরুড়ের ছানা '।

