প্ৰিয় শিক্ষক
বিনায়ক রায়
(ময়নাগুড়ি হাই স্কুল, দ্বাদশ শ্রেণী, বয়স 16)
আমি রোজ দেখি তারে,
যে মানুষটি শুধু ব্যস্ত কাজ নিয়ে সকাল থেকে সন্ধ্যা,
“মানুষের মতো মানুষ তৈরী করবো “ এই হলো তার পন্থা
ঘুম নেই, খাওয়া নেই, পড়ানোই তার নেশা,
পেশা হিসাবে নয়, মানুষ গড়ে তোলাই তার একমাত্র আশা,
তিনি শুধুই পড়ান না, লেখান না,
শেখান মানবতার ধর্ম,
ছাত্রদের ভালোবাসার সহিত পড়ানো,
যার এক মাত্র কর্ম ।
তিনি আর কেউ নন,হলেন
আমাদের প্ৰিয় শিক্ষক।

