কিংকর্তব্যবিমূঢ় | বিনায়ক রায় | কবিতা

0

কিংকর্তব্যবিমূঢ়
বিনায়ক রায়

(ময়নাগুড়ি হাই স্কুল, দ্বাদশ শ্রেণী, বয়স 16)


রাজামশাই চললেন হেঁটে হেঁটে,
পায়ে তার সোনার চটি, মাথায় হীরের মুকুট,
রাজামশাই এর গায়ে হলুদ জামা,
এমন ভাব দেখাচ্ছেন যেন জনগণের মুখে ঝামা ঘষে দেওয়া,
রাজামশাই এর হাতে আংটি, পাঁচ খানেক তো হবে,
সবাইকে বলে বেড়ান দেখতে এসো তবে,
রাজামশাই ভুঁড়ি বড়, খেতে কিন্তু পান না,
অহংকারের লিপিড জমায়, খাওয়াতে আর না,
রাজামশাইয়ের মাথা বড়, যেমন বড় হাতির,
বড়লোক ছাড়া কারো সাথে করেন না কোন খাতির,
মাথামোটা রাজার মেজাজ বেশি,
সবকথাতেই কাজে শুধুই পেশি,
রাজামশাই হেঁটে চলেন,
হঠাৎ সামনে ধাক্কা খেলেন,
সেই সময় এক ছোকরা বলে
“রাজা তুই পেটুক বড্ড বেশি,
এতো খাবার খাস, তবুও খাওয়া তোর হয়ে না বেশি…
আজ ওর কাল ওর রাজস্ব বসাস যেমন খুশি,
না পারলেই অসুরের বাপের চেয়েও তুই বেশি"।
কিংকর্তব্যবিমূঢ়……….






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)