ভারতবর্ষ
বিনায়ক রায়
(ময়নাগুড়ি হাই স্কুল, দ্বাদশ শ্রেণী, বয়স 16)
আমি থাকি এমন এক দেশে,
যে দেশে থাকে সব ধর্মের লোক নির্বিশেষে,
যে দেশে নেই কোন ধর্মীয় বিভেদ,
সেই দেশেই জন্মেছি আমি, দেশ করেনি কোন প্রভেদ
আমার দেশ আছে শুধুই ভালোবাসা আর ভালোবাসা
যার নেই কোন অন্ত, নেই অন্য কোন দেশের প্রতি লালসা,
আমার দেশ পরাধীন ছিল, ব্রিটিশ শক্তির দ্বারা,
অমর বিপ্লবীদের রক্ত -অশ্রু -ঘাম ঝরানো লড়াই এ তারা আজ দেশছাড়া,
আমার দেশ লড়তে জানে, জিততে জানে,
দিশা দেখাতে জানে, তাইতো এনিয়ে প্রশ্নের আছে কি কোন মানে?
আমার দেশে আছে এক অদ্ভুত বাতাসের সুর,
যার কবলে দমন হয় ইংরেজ রূপী অসুর,
আমার দেশ চিররঙিন রামধনু দ্বারা,
যা অসম্পূর্ণ দেশসেবক দের ছাড়া,
আমার দেশের নাম সবচেয়ে মধুর, সবচেয়ে মাধুরী যুক্ত,
তাই তো আমার দেশের নাম অখণ্ড ভারতবর্ষ ।
"জয়হিন্দ হোক আমাদের জীবন মন্ত্র "
দেশসেবা হোক কাম,
ভারতমাতার বীর সন্তানদের,
আবারো জানাই প্রণাম ও সেলাম ।

