দেশমাতার জন্যই
বিনায়ক রায়
(ময়নাগুড়ি হাই স্কুল, দ্বাদশ শ্রেণী, বয়স 16)
যতক্ষণ আছে প্রাণ, আছে মন,রক্ত
ততক্ষন লড়বো এ দেশের জন্যই,
এই হোক আমাদের মূলমন্ত্র ।
হে দেশমাতা, তুমি তো মমতাময়ী মা, স্নেহময়ী পিতার মতো,
যে মানে না রৌদ্র, ঝড়, বৃষ্টি,যে মানে না এ জগতের কোন বাধা,
দেশমাতার মাটির সেই গন্ধ, যা ভুলিয়ে দেয় সব ব্যাথাবেদনা,
দেশমাতার সেই রূপ, যা জগতের সবচেয়ে সুন্দর এর চেয়েও অধিক সুন্দর,
দেশমাতার সেই আবেগ, যেই আবেগ এর নেই কোন সীমানা,
হে, দেশমাতা তুমি এভাবেই থেকো আমার পাশে সবার পাশে,
আমরাও দিচ্ছি কথা,
যে সুভাষ, ক্ষুদিরাম রা যেভাবে লড়েছিল,
আমরাও লড়বো সেভাবে, জয় নিয়ে আসবো ছিনিয়ে,
শুধু তুমি থেকো পাশে কারণ এসব তোমারই জন্য।

