আঙ্গিক | শ্রীমতি সুপ্রিয়া গঙ্গোপাধ্যায় | ছড়া

0

ছবি সূত্র : হিন্দুস্তান টাইমস

আঙ্গিক
শ্রীমতি সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়

নন্দলাল,লীলায় মত্ত বুঝি!
বিপদে,সংকটে তোমায় খুঁজি।
নারুগোপাল রূপে তোমায় পুজি।
সত্যি এবার বলছি সোজাসুজি।
শিশুর বেশে নিবাস ঘরে ঘরে;
দেখলে সবাই যেচে আদর করে;
সুযোগ পেলেই পড়লে কোলে চড়ে!
বড়ো মানুষ হলেই হরে গড়ে
বিচিত্র হও, সিংহ ভাগের বেলা।
এসব বুঝি চিরকালের খেলা!
অনুরোধ তোমাকে আজ মেলা_
তুষ্ট হও; ভাসাই  ছড়ার  ভেলা !
ভালোবাসি, বাসবো চিরকাল ;
জোয়ার ভাটায় দুলুক ইহকাল;
গড়বো চিরে মনের মোহজাল,
মেনে তোমার সকল চলন চাল।।






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)