আমার পুসি
বাইয়াতুন ইবাদাহ্
(লায়ন্স স্কুল এন্ড কলেজ,৩য় শ্রেণির ছাত্রী, রংপুর মেট্রোপলিটন সিটি, বাংলাদেশ)
আমার পুসি;
ভীষণ খুশি;
খাবার যখন দেই৷
পেলে খাবার;
চায় যে আবার;
আরতো খাবার নেই৷
তাইতো ক্ষেপে;
ঝাপিয়ে ঝেপে;
যাচ্ছে দূরে চলে৷
কাছেই গিয়ে;
আদর দিয়ে;
নিলাম তুলে কোলে৷

