মেঘের সাথে খেলা | অশেষ গাঙ্গুলী | কবিতা | আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস

0

মেঘের সাথে খেলা
অশেষ গাঙ্গুলী

মনে হয় যেন পাখী হয়ে,
উড়ে যাই নীল আকাশে,
পাখী হয়ে করব আমি,
মেঘের সাথে খেলা।
কখনো তাকে জড়িয়ে ধরব,
কখনো সে দেবে আমায় ফাঁকি,
এইভাবে আনন্দেতে কাটবে কিছুক্ষণ,
হাসিতে খুশিতে করব আমি আলিঙ্গন,
সে হবে আমার নীল অচেনা আকাশে,
সবচেয়ে কাছের আপনজন।
এইভাবে দিনের শেষে ফিরব যখন নিজের বাসায়,
কান্না চোখে আপনজনকে জানাবো বিদায়,
বলব আমি দিনের হয়েছে শেষ,
করো তুমি মন খারাপ,
দেখা হবে আবার নতুন দিনের সুচনায়।।







একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)