ছবি সৌজন্য - অন্তর্জাল
শিয়ালদা --কী, শুনি কী!
দিলীপ কুমার মধু
আজগুবি এক কথা শুনে
গেলাম দাদার সাথে
এদিক সেদিক ঘুরে শেষে
এলাম শিয়ালদা-তে।
টানা সাত দিন ছিলাম রে ভাই
তবু সংশয় ভরা
সন্ধ্যে থেকে রাত অব্দি
শিয়াল যায় নি ধরা।
মোবাইলে ফুল চার্জ দিয়ে
সন্ধ্যে থেকে ঘুরি
শিয়ালের দেখা পেলেই অমনি
মোবাইল বন্দী করি।
কিন্তু যখন পাই নি দেখা
আসল ব্যাপার শুনি
আজ ত্রিশ বছর শিয়াল তো নেই
নিয়ে গেছে 'ফণী"।
ঝড়ের সাথে সেই যে সেবার
শিয়াল হল দূর
তারপর থেকে শিয়ালদা তো
শিয়ালবিহীন পুর।

