এসো নতুন
বিনায়ক রায়
(ময়নাগুড়ি হাই স্কুল, বয়স ১৬)
আজ এই দিনে যখন সূর্যালোক এর আলো ক্রমশ বিস্তারিত হচ্ছে,
যখন পাখিরা প্রস্তুতি নিচ্ছে নিজেদের গন্তব্য এর পথে,
তখনি উদ্ভাসিত হোক এক নতুন সময়ের, এক নতুন জীবনের ।
অতীত, এক কঠিন বাস্তবতার এক অন্য নাম,
যার মধ্যে লুকিয়ে কিছু সুখ, কিছু দুঃখ, কিছুটা আবেগ,
সুখদুঃখের এক মহাসমুদ্র,
যা তলিয়ে নিয়ে যায় কোন অজানা গন্তব্য এ,
যেখানে শুধুই রয়েছে হতাশা,
তাই আসন্ন সুপ্রভাতে,
রামধনুর মতোই রঙিন হয়ে উঠুক আমাদের জীবন,
চলুন সারেগামাপার তালে, ছন্দে এগিয়ে নিয়ে যাই জীবনকে,
চলুন সবাই বলি –“এসো ভবিষ্যত, আমরা তোমারই অপেক্ষায় “।

