মায়ের কাছ মিনতি | চিত্তরঞ্জন সাহা চিতু | কবিতা | আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস

0

মায়ের কাছ মিনতি
চিত্তরঞ্জন সাহা চিতু

স্কুলে মা যেতে আমার
সত্যি ভয় করে, 
ছেলে ধরা চুপি চুপি
যদি আমায় ধরে।

তখন আমি কেমন করে
তোমার কাছে আসবো
গলা ধরে মা মা বলে
তোমায় ভালো বাসবো।

তার চেয়ে মা তুমিও চলো
আমার সাথে সাথে,
আমার ছোট হাতটি ধরো
তোমার অভয় হাতে।

দেখবে তখন ছেলে ধরা
পালিয়ে ঠিক যাবে,
তোমার ছেলের তোমার কাছে
সারা জীবন পাবে।







একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)