নিঃসঙ্গতা
বিনায়ক রায়
(দ্বাদশ শ্রেণী, ময়নাগুড়ি হাই স্কুল, ১৬ বছর)
এক ঘন জঙ্গলের মধ্যে হেঁটে চলেছি,
জানিনা কোথায় হবে শেষ,
মনোঅভ্যন্ততরে এক আবেগ উদ্ভাসিত হয়,
ভাবি আমি তো একা, সঙ্গীহীন,
কিন্তু একটা বাতাসের আওয়াজ যেন,
বলে দিচ্ছে আমারা আছি বন্ধু,
পাতার খসখস আওয়াজ যেন বলেছে
এগিয়ে যাও ।
সেই ঘন কালো জঙ্গলের মধ্যে, যেন
উদ্ভব হয় এক নতুন প্রাণের, এক জীবনের
মনে হয় গাছগুলি আমাকে কিছু বলতে চাইছে,
হয়তো বলছে -একলা চলো রে ।

