পাখির ডাকে ভাঙে নিদ্রা
রানা জামান
ভোরের পাখি ভোরে জেগে
ডাকে মোহন সুরে,
কতক পাখি ডাকে কাছে
কতক ডাকে দূরে।
পাখির ডাকে নিদ্রা থেকে
জেগে উঠি ধীরে,
খুঁজতে থাকি ভোরের পাখি
কোটি পাখির ভিড়ে।
গাছের ডালে পাতার ফাঁকে
বসে থেকে পাখি,
থেকে থেকে মোহন সুরে
যাচ্ছে ওরা ডাকি'।
প্রত্যেক দিবস সকাল হলে
ডাকতে থাকে ওরা,
ক্লান্তি ওদের পায় না নাগাল
বাদলা কিংবা খরা।
পাখির কর্ম করছে পাখি
ডাকে সকাল বেলা,
জগৎ সৃষ্টির শুরু হইতে
চলছে পাখির খেলা।

