ঈশ্বর
জয়ন্ত চট্টোপাধ্যায়
-- বিদ্যাসাগর কে মা ? জেঠুরা নাম করছে? -- প্রশ্ন সন্টুর।
অবাক চোখে তাকিয়ে মায়ের উত্তর, উনি ঠাকুরের মতো,খুব ভালো মানুষ।
একের পর এক প্রশ্নে জর্জরিত মা কুলুঙ্গি থেকে মলিন বর্ণপরিচয়টা এনে ছেলের হাতে দেন।
-- মা এই বইটা তুমি সন্ধেবেলা পড়ো না!
-- হ্যাঁ বাবা।আমি এর থেকে পড়া শিখি,তুমিও শিখবে।
ছবিটা দেখে সন্টু জিজ্ঞেস করে,এটা কার ছবি?
-- ইনি বিদ্যাসাগর।এই বইটি ইনিই লিখেছেন।. . . বলে মা ভক্তিভরে ছবিটি নিজের মাথায় ঠেকিয়ে ছেলের মাথায় ঠেকান।
ছেলে ভক্তিতে চোখ বন্ধ করে বলে,ঠাকুর ঠাকুর,আমাদের ভালো করো।

