স্বার্থ হীন ভালোবাসা
মৃণাল বন্দ্যোপাধ্যায়
তখন আমি ছোট্ট শিশু জন্মেছিলাম মায়ের কোলে,
আমার প্রথম বুলি সে’ও শেখা সেই মায়েরই বোলে।
দেখে মায়ের মিষ্টি হাসি খিলখিলিয়ে আমিও হাসি,
আমার যন্ত্রণায় মায়ের চোখের জলে আমিও ভাসি।
প্রথম যেদিন মায়ের হাতে হাত ঘুরিয়ে শেখা অ-আ,
সেদিন থেকেই মায়ের শাসন অম্লমধুর আর কান মলা।
সেই শাসনে পরম অভিমানে মায়ের সাথে হতো আড়ি,
বুকের মাঝে জড়িয়ে ধরে রাগ ভাঙানোর লুকোচুরি।
আজ আমি অনেক বড়ো মায়েরও ক্রমে বেড়েছে বয়স,
আজ আমি করবো মায়ের সেবা দিয়ে তারে স্নিগ্ধ পরশ।
মায়ের ভালোবাসা যায়না মাপা শোধ হয়না মায়ের ঋণ,
তোমার কোলে যেন মেলে মায়ের ঠাঁই পেয়েছিলে ঠিক যেমন।

