উল্টো দেশের উল্টো রাজা | তসলিমা লস্কর | ছড়া | আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস

0

উল্টো দেশের উল্টো রাজা
তসলিমা লস্কর

এক যে ছিল উল্টো রাজা তামাক দিতো কানে; 
সামনের দিকে তাকিয়ে থেকে হাঁটতো পিছন পানে।

কুকুর মশাই বসত গিয়ে বিড়াল বাবুর পাশে;
খাজুর গাছে তেঁতুল ঝোলে উল্টো রাজার দেশে।

কাঁঠাল গাছে লাউ ধরেছে আর চালতা গাছে আম;
 কলা গাছে মটরশুটি আর তেঁতুল গাছে জাম।

নিত্য সেথায় ধান ভানে কলা গাছের ঢেঁকি;
 বেগুন গাছে আমড়া ফলে কেউ দেখেছ কি?

ছাগল খেলে রবার বল, রাজার ছেলের সঙ্গে;
পরিচালক শিয়াল পন্ডিত, হচ্ছে খেলা তুঙ্গে।

গোলকিপার রাজহংসী, আর বাঁশি ব্যাঙের হাতে;
আনন্দ আর উচ্ছ্বাসেতে থাকতো তারা মেতে ।

স্নান করিয়ে ভাতের মাড়ে, লবণ মাখায় তালে;
 তার সঙ্গে খই মিশিয়ে দেয় রাজার গালে।

কাঠের হাঁড়িতে রান্না করে বসে ঘরের চালে;
বস্ত্রগুলো ঝুলিয়ে রাখে বকুল গাছের ডালে।

সেথায় গেলে সুন্দরীরা বসবে পাশে এসে; 
তাদের রঙ্গ দেখে উঠবে তুমি অট্টো হাসি হেঁসে।

লাল ওড়না জড়িয়ে দেবে তোমার ভালোবেসে;
 চলো যাই ঘুরে আসি এই উল্টো রাজার দেশে।






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)