গাছ বন্ধু
সৌজন্য মুখার্জী
(পঞ্চম শ্রেনি, বয়স ১০ বছর)
গাছ হোল সবচেয়ে
বড় সাথি তাই
রোজ কিছু সবুজ চারাই
জল দিও ভাই।
গাছ কত পশু পাখির
আশ্রয় স্থল,
গাছ আমাদের দেয়
মিষ্টি কত ফল।
গাছের টানে মেঘের থেকে
বাদল ঝরে পড়ে,
প্রান জুড়ানো বাতাসেতে
গাছের পাতা নড়ে।
গাছ লাগাবো প্রান বাঁচাবো
এই আমাদের পন,
সবুজে সবুজে ভরে উঠুক
ধরনী মায়ের বন।।

