যাই
সুশান্ত সেন
যেতে চাই প্রতিদিন দূর এক দেশে
যদিও হাঁটলে পরে উঠি কেশে কেশে,
বুক করে ধরফর কানে লাগে তালা
তবু ও ত যেতে চাই দূর আম্বালা।
চলো না একটু ঘুরে গয়া আর কাশি
বড় সাধ জাগে মনে হব বনবাসী।
অথবা একটু দূরে প্যারিসেই যাই
উড়োজাহাজে শুনি কোন ভয় নাই,
পা ফেলেছ কোনদিন হিমালয় খাদে
ভয় নেই দুসবো না কোন অপবাদে।
চলে যাব অরণ্যের হলুদে সবুজে
বিজন পাতার ভিড়ে পাবে নাকো খুঁজে।

