জন্মদিনের রিজোলিউশন : এক আত্মকথা
বিনায়ক রায়
(ময়নাগুড়ি হাই স্কুল, দ্বাদশ শ্রেণী, বয়স 16)
দেখতে দেখতে পার কয়েকটা বসন্ত,
দেখতে দেখতে পার 12 টা মাস,
অবশেষে আসে সেই বিশেষ দিনটি যার নাম জন্মদিন,
যেই দিনে পূর্ণতা পায় জীবনের একটি বছর,
কিন্তু, সেই ভিখারি কে দেখুন,
তার তো কোন জন্মদিন নেই,
হয়তো তার মনে নেই সেই জন্মদিনের তারিখ, দিন,
তার কাছে কেক কাটা শুধু বিলাসিতার আত্মকথা,
তার প্রয়োজন কিছুটা ভাত, কিছুটা ডাল,
আর দেখুন সেই বড়োলোক ছেলেটার দিকে,
চারিদিকে এতো খাওয়া, এতো আয়োজন,
কেক মাখামাখি, প্রচুর খাওয়াদাওয়া, প্রচুর খাবার নষ্ট,
তা কি সেই ভিখারিকে দেওয়ার দেওয়া যেত না?
জন্মদিন শুধুই কয়েক জনের নয় হোক সবার,
এই হোক আমাদের জন্মদিনের রিজোলিউশন।

