ঘুড়ি | সৌজন্য মুখার্জী | কবিতা

0

ঘুড়ি
সৌজন্য মুখার্জী

(পঞ্চম শ্রেনি, বয়স ১০ বছর)


ওগো আকাশে ওড়া ঘুড়ি
 তুমি এক কাগজের খেলনা ,
তোমায় ওড়াতে পেলে 
মন তো আর কিছু চাই না ।
ঘুড়িয়ালের কারসাজিতে 
 ওড়  তুমি শোঁ শোঁ করে 
 দূর ঐ নীল আকাশে ,
 হঠাৎ কখন  নেমে আসো 
লাট খেয়ে মাটির পরে ।
আমার তো ডানা নেই 
 তবু তো ইচ্ছে করে
 তোমার সাথে 
ওড়ে যায় আকাশে স্বপ্নেরি দেশে।।






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)