ভুতের বউয়ের ভয়ে | বাসুদেব সরকার | ছড়া | আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস

0

ভুতের বউয়ের ভয়ে
বাসুদেব সরকার

(চরভৈরবী, হাইমচর, চাঁদপুর, বাংলাদেশ)

চিতা খোলায় জ্বলছে আগুন
মরে নাই আজ কেউ,
পাশে বসে ঘোমটা মাথায় 
লাল কাপড়ের বউ!

আগুন চোখে তাকিয়ে সে
খাবে যেনো গিলে,
করবো যে কী, মরছি ভয়ে
রাম নামও যাই ভুলে!

ছমছমে গা, মরছি কেঁপে
দাঁড়ায় গায়ের লোম,
ঘুরছে মাথা, পড়েই গেলাম 
মারলো কি কেউ বোম!

ঘুম ভেঙে যায়, লাফাই উঠি
স্তব্ধ, রা নেই মুখে,
স্বপ্ন তবু পাই ভীষণ ভয়
থুথু ছিটাই বুকে।








একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)