তারাদের খোঁজে
বিনায়ক রায় (দ্বাদশ শ্রেণী, ময়নাগুড়ি হাই স্কুল, ১৬ বছর)
ছোট্ট ছোট্ট ঝিকিমিকি তারা,
যেন আমাকে ডাকছে,বলছে
“আয় আমার সাথে খেলবি ছোট্ট বন্ধু,
তোমার মতো তো আমিও খেলি,”
কিন্তু আমার কেন যেন ভয় হয়,
মনে হয় তারা কি খেলবে আমার সাথে?
সে তো অনেক দূর, বাবা যে বলল,
তারা বলে উঠে “কই, আমি তো সবসময় তোমার পাশে “
আমি বলি “তবে দিনের বেলা কোথায় যাও?
তারা বলে আমার অন্য ছোট বন্ধু দের সাথে খেলতে…
আমার খুব রাগ হয়, বললাম -আমি খেলবো না তোমার সাথে,
তারা বলে -আমি সবসময় আছি তোমার পাশে।
দেখতে দেখতে আজ 10 বছর পার, সত্যি তো তাঁরা মিথ্যে বলেনি,
ধন্যবাদ জানাই তাকে, তারাও যেন উত্তর দেয়
লক্ষ যোজন দূর থেকে।

