কানেকানে কলতানে
শ্রীমতি সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়
ছোট্টসোনা বন্ধুদের কানেকানে বলি,
তোমরা কত কথা জানো,জানতে চাই কেবলি।
বর্ণপরিচয়ের পিতা ' বিদ্যাসাগর ' নাম_
বিদায়বেলা উপহারের একটি দিলেন খাম।
' কলতান ' উপরে লেখা,ভিতরে ' মজা ' বন্দী_
খোকাখুকুর মনোহরণে নীরব - আলোর ফন্দী।
আবাল - বৃদ্ধ - বনিতা _ সবাই হলাম খুশি!
যাত্রাশুরুর ' কলতান '- এ মুখর ছেলেমানুষী।
দশ-পনেরোখানি নয়, একটি কিম্বা দু'টি
শিশুর মায়ের নিত্য দেখি দেদার ছুটোছুটি!
'শিক্ষা শুধু স্কুলেই হবে!', এমন কথা নয়।
ঘরে,পরিবারের কাছেও জ্ঞানের নদী বয়।
কেমন করে কতটুকুন তরল সেবন হবে,
কোন বয়সের পাচনযোগ্যি,বিচারে নয় রবে।
কচিকাঁচাদের লেখায় এবার কলতানের হাত
আশীষ হয়ে এগিয়ে যাবে করবে বাজিমাত।
শৃঙ্খলা আর শাসন - বারণ কমে একটু কমুক;
হাসিখুশি, গল্পে, খেলাচ্ছলে আসর জমুক!
কানে কানে একটি কথা শুধু বলে যাই,
রোজ সকালে খোকা - খুকুর লেখা দেখতে চাই!!

