বর্ষার জলছবি | গোবিন্দ মোদক | ছড়া | আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস

0

বর্ষার জলছবি
গোবিন্দ মোদক

তুলি দিয়ে             যেই এঁকেছি 

          বর্ষাকালের মেঘ, 

অমনি দেখি          শন-শনিয়ে 

        বাড়ছে হাওয়ার বেগ।


বৃষ্টি এলো              টিপটিপিয়ে     

          ক্রমে মুষলধারা, 

স্নানটি সেরে            গাছেরা সব 

         সুখেই আত্মহারা। 


মাঠ ভিজলো        মাটি ভিজলো 

           ভিজলো রাস্তাঘাট,

ছোট্ট খুকু             জানলা খুলে 

           পড়লো প্রথম পাঠ।


অমনি আমি         ডোবার জলে 

         এঁকেই দিলাম ব্যাঙ,

সমস্বরেই              ডাকলো তারা 

        গ্যাঙর গ্যাঙর গ্যাঙ!


একলা রাখাল       ভিজলো মাঠে 

         ভিজলো গোরুগুলো, 

দাওয়ার কোণে           গুটি-সুটি 

        লেজকাটা সেই ভুলো।


ছাট বাঁচিয়ে             মেনি বিড়াল 

         গোয়াল ঘরের পাশে, 

বাজ পড়লো            ক্কড় ক্কড় ক্কড় 

           বৃষ্টি জোরে আসে॥







একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)