প্রথম মানুষ হবো
আয়াত জাকারিয়া
(লায়ন্স স্কুল এন্ড কলেজ,৭ম শ্রেণির ছাত্র, রংপুর মেট্রোপলিটন সিটি, বাংলাদেশ)
আমার একটা এম্বিশন আছে
কাউকে বলি না৷
আব্বু-আম্মু, জানতে চাইলে
কিছুই জানাই না৷
রেগে-মেগে দেয় বকুনি
কিছুই হবি না৷
এতো কিছুর পরেও তাদের
কিছুই বলি না৷
স্কুলেতে স্যাররা বলে হতেই
হবে ডাক্তার৷
কেউবা তোমরা হতে পারো
ভালো ইঞ্জিনিয়ার৷
কেউবা হবে আমলা-সচিব
কেউবা রাজনীতিক
দেশের সুনাম ছড়িয়ে দেবে
বিশ্ব-দিগ্বিবিদিক৷
পাঠ্য বইয়ে রচনা ও
বন্ধুকে লেখা লেটার৷
মিথ্যেজালে লিখে যাই
ডাক্তার হওয়াই বেটার৷
আর্মি হবে, পুলিশ হবে
তবেই না স্বপ্ন পূর্ণ
এসব আমার ভাল্লাগেনা
স্বপ্ন বোধহয় শুণ্য৷
সেদিন স্যার ক্ল্যাশে এসে
জানতে চাইলো এম্বিশন
সবাই বড় ডাক্তার হবে
এটা শুনে স্যাটিকফেকশন৷
একটু রেগে বললো আমায়
তোমারটা কি ছিন্ন
ভীতু হয়ে বললাম তাঁকে
আমারটা হয়তো ভিন্ন৷
স্যার বললো বলেই ফেলো
ভিন্নতাটা কী?
আমি প্রথম মানুষ হবো
ভাববো পরে পেশাটি৷
পেশাই যদি আগে নিবেন
মানুষ হবে কে?
তাইতো সমাজ রসাতলে
মানুষই নাই যে!

